1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে চাকা পাঞ্চার হয়ে যাত্রীবাহী বাস উঠে গেল ঘরের উপর, আহত-৯ জন | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

ইন্দুরকানীতে চাকা পাঞ্চার হয়ে যাত্রীবাহী বাস উঠে গেল ঘরের উপর, আহত-৯ জন

  • শেষ হালনাগাদ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৯ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে চাকা পাঞ্চার হয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উঠে যায়। এঘটনায় নয়জন কমবেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর । সোমবার দুপুরে ইন্দুরকানী-কলারণ সড়কের চন্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।
জানাযায়, সোমবার দুপুরের দিকে ইন্দুরকানীর কলারণ খেয়াঘাট থেকে গোলাপ (যশোর-ব-০২-০০২২) নামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর চৌমুহনী এলাকায় পৌছলে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসত ঘরের উপর উঠে যায়। এতে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঐ ঘরটিতে কেউ বসবাস করেন না বলে স্থানীয়রা জানান। এ দুর্ঘটনায় বাসের নয়জন যাত্রী কমবেশি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x