ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেছেন বিএনপি। এসময় উপজেলায় আবাসনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মুহিদুর রহমান, অল ইউরোপীয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জাহিদ মোমিন চৌধুরী, আয়ারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব কবির আহম্মেদ।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প থেকে শুক্রবার বিকালে ইন্দুরকানী উপজেলার চারাখালী-গুচ্ছগ্রামে জেলা বিএনপির ১নং সহ- সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানার নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলদারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবির মান্নুর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১নং সহ-সাংগঠনিক শেখ রিয়াজউদ্দীন রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রিয়াজ সরদার, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সম্পাদক মো. নাসির খান, উপজেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সাদিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ প্রমুখ।
এসময় ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে তিগ্রস্থ তিনশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।