1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে কৃষি বিভাগের উদ্যোগে আলোক ফাঁদ স্থাপন | পিরোজপুর পোষ্ট ২৪
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে কৃষি বিভাগের উদ্যোগে আলোক ফাঁদ স্থাপন

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৪৮৭ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী, প্রতিনিধিঃ
ইন্দুরকানী উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আলোক ফাঁদ স্থাপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার টগড়া-উমেদপুরে কৃষি ব্লক মাঠে এই কর্মসুচির শুভ সূচনা করেন উজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আছাদুজ্জামান, ইন্দুরকানী প্রেসকাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার ইব্রাহিম হাওলাদার সহ সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাংবাদিক ও স্থানীয় কৃষকগণ। ২০০১৯/২০অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পিরোজপুর জেলার সকল উপজেলার মত ইন্দুরকানী উপজেলার সকল ব্লকে এক যোগে আলোক ফাঁদ স্থাপন কর্মসুচী সূচনা করেন উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর।
ধানক্ষেতে উপকারি ও ক্ষতিকারক পোকা উপস্থিতি নির্নয়ের জন্য এই আলোক ফাঁদ স্থাপন করা হয়। এটি ফসলের মাঠে পোকামাকড়ের উপস্থিতি যাচাই এবং নিয়ন্ত্রণ করার একটি পরিবেশবান্ধব কৌশল। আলোর প্রতি আকৃষ্ট হয়ে পোকামাকড় উড়ে এসে আলোর উৎসের চারপাশে ঘোরাঘুরি করে। এক পর্যায়ে নিচে ডিটারজেন্ট ও কেরোসিন মিশ্রিত পানির পাত্রে পরে যায়।
এসময় উপস্থিত কৃষকরা জানান, আলোক ফাঁদের মাধ্যমে তিকর পোকা নিধনে কোনো খরচ নেই এবং কীটনাশক ব্যবহার না করায় েেতরও কোনো তি হবে না। এজন্য তাদের ধান েেতও তারা আলোক ফাঁদ ব্যবহার করবে বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা জানান, এবছর উপজেলায় ৫ হাজার ২ শত হেক্টরের বিপরীতে ৫ হাজার ৩ শত হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছি। পোকা মাকড়ের তির হাত থেকে ফসল রায় পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব আলোক ফাঁদ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধকরণে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x