1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

ইন্দুরকানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • শেষ হালনাগাদ : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬২ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরাজপুরের ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া পত্তাশী জনকল্যান স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী তাসলিম আক্তার মিমি(১৭) আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬ টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। মিমি পত্তাশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হেদায়েতুল ইসলামের ছোট মেয়ে।
মিমি এবছর এসএসসি পরীক্ষায় সামান্য নম্বরের জন্য এ+ (প্লাস) না পেয়ে ভারসাম্যহীন হয়ে পরে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। এর পর তাকে একাধীকবার চিকিৎসা করানো হলেও সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। সেই থেকেই কখনো ভাল আবার কখনো অসুস্থ্য হয়ে পড়তো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, অনেক ভাল মেয়ে ছিল মিমি। এসএসসি পরিক্ষার পরে হঠাৎ মাথায় সমস্যা দেখা দেয়ায় অনেকবার চিকিৎসা করানো হয় তাকে । ্এরপর থেকে মাঝে মাঝে মিমির মাথায় গন্ডগোল দেখা দিত। আর এ কারনেই মিমি আত্মহত্যা করে থাকতে পারে বলে তার পিতার ধারনা।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠান হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরবিারের কাছে হস্থান্তর করা হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মেয়েটি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় আত্মহত্যা করে থাকতে পারে বলে পরিবারের সদস্যদের ধারনা।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x