ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পবিত্র ঈদ-উল আযাহা উলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অতিদরিদ্রদের জন্য ৫৩ টন ৮৬৫ কেজি চাল বরাদ্ধ হয়েছে। উপজেলার ৩ টি ইউনিয়নে ৩৫৯০ টি দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হবে। ৮ আগষ্ট বৃহষ্পতিবার উপজেলার পত্তাশী ইউনিয়নে চাল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার মো: মোয়াজ্জেম হোসেন, ইউপি সচিব মো: মতিউর রহমান। ২০১৯-২০ অর্থ বছরে পবিত্র ঈদ-উল আযাহা উপলে বৃহস্পতিবার পত্তাশী ইউনিয়নের ১৭৩৫ টি দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের এই চাল বিতরন করা হয়।
আগামী শুক্রবার উপজেলার পাড়ের হাট ইউনিয়নে এবং শনিবার বালিপাড়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।