ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার ভবানীপুর-সাঈদখালী সড়কে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। ইউপি সদস্য মাহামুদুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর-সাঈদখালী সড়কে রাস্তা পারাপারের সময় মাদরাসা ছাত্রী ফাতেমা আক্তার (৬) ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফাতেমা উপজেলার ভবানীপুর নূরানী মাদরাসার ১ম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের আবুল হোসেনের মেয়ে।