1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে ইউনিয়ন কমিউনিটি ক্নিলিক সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন

ইন্দুরকানীতে ইউনিয়ন কমিউনিটি ক্নিলিক সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা

  • শেষ হালনাগাদ : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৫১০ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ
মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা জনগনের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছেদেয়ার ধারাবাহিকতায় জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে ইন্দুরকানীতে ইউনিয়ন কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) এর সহযোগীতায় সোমবার সকাল ১০টায় উপজেলার ১৪ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পত্তাশী ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিছলু গাজীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, সাবেক ইউপি সদস্য সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম, সরকারী ইন্দুরকানী কলেজ আরবি প্রভাষক মাওঃ আমিরুল ইসলাম, প্রমুখ। কর্মশালায় দিক নির্দেশনা মুলক বক্তব্যদেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুব টিপু। এমসয় উপস্থিত ছিলেন পত্তাশী ইউনিয়নের কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য বৃন্দ। এসময় আরোও আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আমজাদ হোসেন শিকদার, সাবেক উপজেলা স্বাস্থ্য সহকারি সেকান্দার আলী গাজী প্রমুখ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x