ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” প্রতিপাদ্য বিষয়ের আলোকে ইন্দুরকানী উপজেলা চত্বরে আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা বিভাগ ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন- ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পূরবী রানী দাস, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আহসান, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আল-আমীন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ।