ইন্দুরকানী প্রতিনিধিঃ
“প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইন্দুরকানিতে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ২০১৯ উপলক্ষে অক্সফাম এর সহ যোগীতায় ডাকদিয়ে যাই রিকল প্রকল্পের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার ডাকদিয়ে যাই শাখা অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকল ২০২১ প্রকল্পর কোঅর্ডিনেটর আমিনুল ইসলম, ইন্দুরকানী প্রেস কাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, এসময় আরও উপস্থিত ছিলেন রিকল ফিল্ড অফিসার হুমায়ুন কবির, বিজলি রানি, রিকল একাউন্ট ও লজিস্টিক অফিসার সুমন দাস, দেবদাস ডাকুয়া সহ উপজেলার বিভিন্ন সিবিও নেত্রী বৃন্দ ও রিকল ২০২১ প্রকল্পে সুবিধা ভোগি সচেতন নারি গন। র্যালি পরবর্তী উপজেলা ডাকদিয়ে যাই শাখা অফিস সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্দুরকানী প্রেসকাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রিকল ২০২১ প্রকল্প সমন্নয়কানী আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, বিজলি রানি, প্রতিবন্দি ইব্রাহিম হাওলাদার, শারমিন বেগম রাশিদা, নুরুল ইসলাম রাশিদা বেগম প্রমুখ।