পিরোজপুর পোষ্ট ডেক্স : এবার ইউরোপিয়ান ফুটবলের সংস্থা (উয়েফা) চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের হাতেই তুলে দেন বছরের সেরা ফুটবলারের পুরষ্কার। আর এবার সেই পুরষ্কার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিককেই নির্বাচিত করা হলো উয়েফা বর্ষসেরা ফুটবলার হিসেবে।
শুক্রবার ফ্রান্সের মোনাকোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান এবং বর্ষসেরা ফুটবলার পুরস্কারের জমকালো অনুষ্ঠানের ঘোষণা করা হলো সেরা ফুটবলার হিসেবে ভিরগিল ফন ডিকের নাম।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে বলতে গেলে একাই লিভারপুলকে চ্যাম্পিয়ন করেছিলেন ফন ডিক। তাকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের গোল করা ছিল রীতিমত দুরহ ব্যাপার। যে কারণে লা লিগা জয়ী লিওনেল মেসি কিংবা উয়েফা নেশন্স লিগজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে থাকলেন ফন ডিক।
এছাড়া ইউরোপের সেরা গোলরক্ষকের পুরষ্কার জিতে নিলেন লিভারপুলের ব্রাজিলিয়ান অ্যালিসন বেকার।