1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • শেষ হালনাগাদ : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫৩৮ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চেয়াম্যান মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় একটি সড়কের কয়েকটি গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।
গত ১০ নভেম্বর পিরোজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে পিরোজপুর সদর উপজেলার সিকাদরমল্লিক ইউনিয়নের গণকপাড়া রাস্তার পাশে পড়ে যাওয়া কয়েকটি গাছের সাথে দন্ডায়মান আরও কয়েকটি মেহগণি গাছকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে সেগুলো কেটে নেন চেয়ারম্যান। এছাড়া আরও কয়েকটি গাছের ডালপালা কেটে সেগুলোও কাটার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের বাধার মুখে সেখান থেকে লোকজন নিয়ে চলে যান চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মাঝে। তবে স্থানীয় চেয়াম্যানের দাবি রাস্তার পাশে কিছু গাছ ঝুঁকিপূর্ণ থাকায়, জনগণের নিরাপত্তার জন্য সেগুলো কেটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাখা হয়েছে। গণকপাড়া রাস্তার দুইপাশের উপরে পড়া দুইটি গাছের সাথে ৯ টি মেহগণি গাছ কাটার সিদ্ধান্ত নেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। তবে স্থানীয়দের দাবি রাস্তার পাশের গাছ কাটতে হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডারের মাধ্যমে সেগুলো কাটা হোক।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x