ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা গ্রাম থেকে মাদক কারবারী ইকবাল মল্লিক ও ভগ্নিপতি রেজাউল খানকে ১শ ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকালে আসামীর কামড়ে এস আই নুরুল আমীন আহত হয়েছে।
জানাগেছে, গতকাল শুক্রবার দুপুরে লক্ষিপুর গ্রামে ভগ্নিপতি রেজাউল খানের বাড়ীতে মাদক বেচাকেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইকবাল মল্লিক এসআই নুরুল আমীনের হাত কামড়ে পালানোর চেষ্টা করলে এতে নুরু আমিন আহত হয়। তাকে ভাারিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, সম্প্রতি জিআর ১৭৪/২১৭ (ভান্ডারিয়া) মামলায় ইকবাল মল্লিককে ১০ বছর ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের সাজা প্রদান করে আদালত। এ ছাড়া তার বিরুদ্ধে ভান্ডারিয়া, রাজাপুর ও কাঠালিয়া থানায় মাদক ও ডাকাতিসহ ৯ টি মামলা রয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, দীর্ঘ ২মাস ধরে নজরদারির পর সাজাপ্রাপ্ত আসামীকে শুক্রবার ধরতে সক্ষম হয়েছি। ইকবাল ও রেজাউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক কারবারী ইকবাল মল্লিক লক্ষিপুরা গ্রামের মৃত রুস্তুম আলী মল্লিকের এবং রেজাউল খান একই গ্রামের মৃত মতিন খানের পুত্র। ইতিপূর্বে গ্রেফতারকৃত ইকবাল মল্লিক,তার স্ত্রী, বেশ কয়েকবার ফেন্সিডিলসহ গ্রেফতার হয়। বর্তমানে তার ছোট ভাই রাজীব মল্লিকও সম্প্রতি ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে।