1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
“আমি অনুপ্রবেশকারী নই” মঠবাড়িয়ায় সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতার দাবী | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

“আমি অনুপ্রবেশকারী নই” মঠবাড়িয়ায় সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতার দাবী

  • শেষ হালনাগাদ : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৬০৩ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন আ‘লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা শনিবার রাতে মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবী করেন তিনি দলে অনুপ্রবেশকারী নই। র্দীর্ঘ্য ২৫ বছর ধরে আ‘লীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৮৩ সনে কলেজ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন। ১৯৯৫ থেকে ২০১২ সন পর্যন্ত ইউনিয়ন আ‘লীগের সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব সাথে পালন করেছেন। ২০১৩ সনে কাউন্সিলরদের ভেটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যবদি নিঃষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত দলীয় প্রার্থীর পক্ষে স্বক্রিয়ভাবে কাজ করেছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষ একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে দলে আখ্যা দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশ করিয়াছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন, উপজেলা আ‘লীগের দপ্তর সম্পাদক মো. হারুন আর রশিদ খান. ইউনিয়ন আ‘লীগ সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি হুমায়ুন কবির পান্না, সাবেক কমিশনার আ’লীগ নেতা মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য গত ৩ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় উপজেলার সাপলেজা ইউনিয়ন আ‘লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লাকে দলে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রকাশিত হয়।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x