পিরোজপুর পোষ্ট : বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি।সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি ।আজ শুক্রবার রেজিস্ট্রি বিয়ে করবেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।এ ব্যাপারে বর-কনে দু’জনই মুখে কুলুপ এঁটেছেন। রেজিস্ট্রির পর খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে ছোট পরিসরে পার্টির আয়োজন করেছেন তারা।
সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন সৃজিত। সেখানে মিথিলাও ছিলেন। তখনই প্রথম ঘরোয়া কোনো আয়োজনে একসঙ্গে দেখা যায় তাদের। অল্প সময়ে তাদের মধ্যে তৈরি হয় সখ্যতা। এদিকে, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ব্যক্তিগত জীবনে একা সৃজিত । অন্যদিকে তাহসনের সাথে বিবাহ বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে মিথিলাও একা ।