শুভ রায় : পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা “আলোর পথে,পিরোজপুর” এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বরিবার দুপুরে পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে ব্যতিক্রমী এ সংগঠনটির আত্মপ্রকাশ হয়। জেলা পুলিশের আয়োজনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় আরো বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু,পিরোজপুর টেলিভিশন জার্নাললিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ,সমাজ সেবার ডেপুটি ডিরেক্টর এ.কে.এম.আক্তারুজ্জামান তালুকদার,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও আলোর পথের পিরোজপুরের সভাপতি গোলাম মাওলা নকীব, আলোর পথের পিরোজপুরের সাধারন সম্পাদক মজনু তলুকদার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন এ সংগঠনের সদস্যদের ধীরে ধীরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া আইনী সহায়তা দেবার ও আশ্বাস দেন। বিভিন্ন সময় পিরোজপুর জেলা পুলিশের কাছে আত্মসমর্পন করা ১৩৪ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনি সহয়তা ও কর্মসংস্থান গড়ার লক্ষ্যেই “আলোর পথে,পিরোজপুর” নামে এ ভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করে জেলা পুলিশ । অভিষেক অনুষ্ঠানের শুরুতে পিরোজপুরের পুলিশ সুপার জেলার বিভিন্ন স্থানের আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন।