5 April- 2020 ।। ২২শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ


আজ থেকে সেনা নামছে পিরোজপুরে

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে আজ থেকে সেনা বাহিনী জেলা প্রশাসনের সাথে এক হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন । একজন লে, কর্নেল পদমর্যাদার অধীনে ২ প্লাটুন সেনাবাহিনী পিরোজপুর জেলা প্রশসনের সাথে সমন্বয়ে কাজ করবে বলে একটি বিশেষ সূত্র জানিয়েছে পিরোজপুর পোষ্টকে ।

মঙ্গলবার বিকেলে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যলয়ে আনুষ্ঠানিক দেখা করা জন্য আসেন পিরোজপুরে কর্মরত সেনাবাহিনীর দায়িত্বে থাকা অফিসারবৃন্দ । এসময় পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান, পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নাহিদ ফারজানা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন , এই সংকট মোকাবেলায় ও ভাইরাস প্রতিরেধে জনগনকে সচেতন করে তোলাই আমাদের মূখ্য উদ্দেশ্য । তবে কেউ যদি আইনের পরিপন্থি ও নির্দেশনা বর্হিভূত কাজ করে সে ক্ষেত্রে জরিমানা ও গ্রেফতারও করা হতে পারে । এসময় তিনি পিরোজপুরে অবস্থানরত সকল নাগরিকদের বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান ।
আরো সংবাদ
অফিস :  মুক্তিযোদ্ধা মার্কেট (২য় তলা), ক্লাব রোড , পিরোজপুর (৮৫০০) ।

যোগাযোগ  : ০৯৬৩৮০৪৭৫৭৩

ইমেইল : pirojpurpost24@gmail.com

টপ
ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এর ত্রান বিতরণ স্বরূপকাঠিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর ত্রানসামগ্রী পেল ১১ শত পরিবার মঠবাড়িয়ায় বিএনপির উদ্যোগে নগদ অর্থ বিতরণ অসুস্থতা থাকার কারনে বাড়িতে ঢুকতে দেয়নি স্বজনরা শিল্পপতি এম রহমান রানা ইন্দুরকানীতে অসহায়দের জন্য ৯ লক্ষ টাকার আর্থিক অনুদান দিবেন রাত জেগে পথের কুকুরদের খাবার দিলেন জেলা প্রশাসক জনসমাগমের অভিযোগে ৫ ব্যবসায়ীকে জরিমানা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের ত্রান বিতরণ কাউখালীতে নিম্ন আয়ের মানুষের বেহাল অবস্থা খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কাউখালীর ইউএনও