ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় খড়কুটার গাদা থেকে উদ্ধার হওয়া অচেনা নারীর লাশের পরিচয় মিলেছে হাতের আঙ্গুলের ছাপে। তার নাম মিনতি সিকদার। তিনি বরিশালের উজিরপুরের সাতলা গ্রামের বিপুল সিকদারের স্ত্রী এবং একই গ্রামের কালিচরণ বিশ্বাসের মেয়ে। গতকাল সোমবার দুপুরে পরিবারের সদস্যরা ভান্ডারিয়া থানায় উপস্থিত হয়ে মিনতির লাশ শনাক্ত করেন। মিনতির পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৫ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে গত রবিবার বিকেলে ভান্ডারিয়া থানার পুলিশ অচেনা ওই নারীর লাশ উদ্ধারের পর পরিচয় নিয়ে বিপাকে পড়ে। পরে রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় বের করেন। তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুরের মর্গে পাঠানো হয়েছে।