1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
আওয়ামীলীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরে | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২০ অপরাহ্ন

আওয়ামীলীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরে

  • শেষ হালনাগাদ : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৭৮ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট ডেক্স : আওয়ামী লীগের চারটি সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের নভেম্বরে সবগুলো সংগঠনের সম্মেলনই হবে। যার শুরু হবে ২ নভেম্বর কৃষক লীগের সম্মেলনের মধ্য দিয়ে। এরপর ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ এবং ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন হবে। বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান । বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। প্রতিটি সংগঠনের নেতাদের চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হচ্ছে।
তবে এগুলোর মধ্যে কৃষক লীগের সম্মেলন ২ নভেম্বর থেকে পিছিয়ে যেতে পারে বাকি নির্ধারিত সময়ে হতে পারে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । ৩রা নভেম্বর জাতীয় চার নেতা হত্যা দিবস থাকায় কৃষক লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তারা ।

সাম্প্রতিক সময়ে আওয়মীলীগের এক সভায় চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া । পাশাপাশি কিছু যুবলীগ নেতাদের ক্যাসিনো ও বিভিন্ন অনিয়ম গণমাধ্যমে প্রকাশের ফলে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের ও কৃষকলীগের কিছু নেতাদের বিরেুদ্ধে অনিয়ম থাকার কারনে তাদের উপরও ক্ষোভ প্রখাশ করেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা । তাছাড়া সংগঠনগুলোর মেয়াদ উর্ত্তীনের পরেও নতুন কাউন্সিল না হওয়ার কারনেও একই সাথে ধারাবাহিকভাবে সম্মেলন ডাকা হয়েছে বলে মনে করেন আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ ।

তথ্যসূত্র : বিডি নিউজ

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x