পিরোজপুর পোষ্ট ডেক্স : চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারষ্টার খ্যাত মডেল, অভিনেত্রী বিপাশা কবির। তবে বর্তমান সময় তাকে ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতেও দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘খোঁপায় এঁটো ফুল’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এতে তার বিপরীতে মডেল হয়েছেন মডেল-অভিনেতা বাপ্পীরাজ।মাহতাব হোসেনের কথায় ‘খোঁপায় এঁটো ফুল, আমার একটু খানি ভুল…’ গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সঞ্জয়। দীর্ঘ ৩ বছর অপেক্ষা শেষে ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এটির সংগীতায়োজন করেছেন সুজন। এ প্রসঙ্গে গীতিকার মাহতাব হোসেন বলেন, ‘গানটি ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে লেখা। এরপর গানটি সম্পূর্ণ হয়েছে এক বছর সময় নিয়ে।’