পিরোজপুর পোষ্ট ডেক্স : ১১ কোটি টাকা আত্মসাতের মামলায় মুফতি রাগিব আহসানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে হাজির হয়ে আসামি রাগিব আহসান জামিনের আবেদন করেন। আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, পিরোজপুরের স্থানীয় এক ব্যবসায়ী শেখ হুমায়ুন কবিরের সঙ্গে মুফতি রাগিব আহসানের দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় পরিশোধ করার শর্তে রাগিব আহসান ব্যবসায়ী হুমায়ুন কবিরের কাছ থেকে চেকের মাধ্যমে বিভিন্ন সময় টাকা ধার নিতেন। এর মধ্যে দুটি চেকে হুমায়ুন কবির রাগিব আহসানের কাছে ১১ কোটি ২০ লাখ টাকার পাওনা হয় । পাওনা টাকা পরিশোধে হুমায়ুন কবির বারবার রাগিব আহসানকে বললে আসামি কালক্ষেপণ করতে থাকে। একটা সময় আসামি রাগিব আহসান হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় । পরে ব্যবসায়ী হুমায়ুন কবির ১০ কোটি টাকার একটি চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন সঠিক সময়ে তা ক্যাশ না হওয়ায়। অপর চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তাও ডিজঅনার হয়।
এ বিষয়ে হুমায়ুন কবির আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠান। পরবর্তীতে আসামিপক্ষ মীমাংসার প্রস্তাব দেয় এবং আপোশের জন্য বসার পর ৫/৭ জন সন্ত্রাসী হুমায়ুন কবিরের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় সন্ত্রাসীরা তাকে গালিগালাজ করেন এবং আসামি পাওনা টাকা পরিশোধ করবেন না বলে জানান। টাকা দাবি করলে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন।
এরপর অর্থ আত্মসাতের অভিযোগে গত ২১ মে শেখ হুমায়ুন কবিরের পক্ষে আবতাব হোসাইন বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার বিষয়ে অবগত হয়ে গত ৩০ জুলাই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন রাগিব আহসান। হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে আসামিকে চার সপ্তাহের জামিন দেন।হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করতে গতকাল
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে হাজির হয়ে আসামি রাগিব আহসান জামিনের আবেদন করেন। আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আসামির পক্ষে জামিন শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোটে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আছাদুজ্জামান খান রচিসহ কয়েকজন আইনজীবী। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী জাহানার আক্তার।