1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
অরাজকতা সৃষ্টি করতে চাইলে পরিণাম হবে ভয়াবহ - পিরোজপুরের পুলিশ সুপার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

অরাজকতা সৃষ্টি করতে চাইলে পরিণাম হবে ভয়াবহ – পিরোজপুরের পুলিশ সুপার

  • শেষ হালনাগাদ : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৮৮০ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপুজোকে ঘিরে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে চাইলে পরিণাম হবে ভয়াবহ এমন হুশিয়ারি বার্তা দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান । শনিবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়ার কবুতরখালীতে বরিশাল বিভাগের সর্ববৃহৎ ও বাংলাদেশের অন্যতম বৃহৎ দুর্গাপুজো পরিদর্শন কালে এসব কথা সাংবাদিকদের বলেন । এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল ) হাসান মোস্তফা স্বপন ,মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো ঃ মাসুমুজ্জামান প্রমুখ ।
পুলিশ সুপার এসময় বলেন , বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । এ দেশে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন হয়েছিল । মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের,জাতি,বর্ণের, মানুষ যুদ্ধ করেছিলেন। তাদের সম্মিলিত আত্ম ত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন । এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে । প্রত্যেকে যে যার যার ধর্মীয় রীতি নীতি অনুসারে ধর্ম পালন করবেন সেখানে কোন ব্যক্তি বা গোষ্ঠী কোন ধরনের উষ্কানি বা অরাজকতা করার অপচেষ্টা করে তাহলে তার পরিনাম হবে কঠিন,কঠোর ও ভয়াবহ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একে একে সকল দিকে অগ্রসারিত হচ্ছে । দেশ আজ উন্নয়নের মহাসড়কে,সেই দেশের নাগরিক হিসেবে সকল নাগরিকের উচিৎ নিজের মন মস্তিষ্কের উন্নয়ন সাধন করা । এসময় তিনি পুজোতে আগত দর্শনার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন , আপনারা নিশ্চিন্তে পুজোতে ঘুরবেন, আনন্দ করবেন । আপনাদের সার্বিক নিরাপত্তা প্রদানে পিরোজপুর জেলা জুড়ে নিরাপত্তায় আমারা নিয়োজিত আছি । শারদীয় দুর্গাপুজো বাঙালীর সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে ।
এর আগে পুলিশ সুপার ব্যক্তিগত পর্যায়ে আয়োজিত ডাক্তার দম্পতির কবুতরখালীর রাজমন্দিরের ৩৩৩ টি প্রতিমা পরিদর্শন করেন । এসময় পুজোর আয়োজক ডাঃ সুদীপ হালদার ও ডা : স্নিগ্ধা চক্রবর্তী (হালদার ) পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও স্মারক উপহার দেন ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x