শুভ রায় : বাড়ছে মানুষ বাড়ছে এ শহরে যানবাহন । তাই প্রতিনিয়ত বেড়েই চলেছে যানজট । অপ্রশস্ত রাস্তা,রাস্তার পাশে দীর্ঘ সময় ধরে থেমে থাকা রিক্সা,ভ্যান প্রতিনিয়তই এ শহরকে দীর্ঘকালীন সমস্যার দিকেই ঠেলে চলেছে ।যদিও নির্দিষ্ট পার্কিং এর অভাবে রাস্তায় এগুলো থামিয়ে রাখে বলে জানান রিক্সা-ভ্যান চালকেরা । কর্তৃপক্ষের বার বার হুশিয়ারি বা অনুরোধ সত্ত্বেও কিছুতেই কমছে না অবৈধ পার্কিং। ফলে যানজট সমস্যার দিকেই হাটছে পিরোজপুরবাসী। তাই এখনি এ নিয়ে কার্যত কোন পদক্ষেপ না নিলে বড় মাশুল দিতে হবে এ শহরের বাসিন্দাদের সে কথা বলা বাহুল্য ।