স্বামী আরবাজ খানের সঙ্গে সংসার জীবনের ইতি টানার পর এখন নতুন করে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি ।আর প্রেম নিয়ে কম জলঘোলাও হয়নি। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যেত দুজনকে । মালাইকার এ নতুন প্রেমিক হলো অর্জুন কাপুর ।
এমনকি, অর্জুন কাপুরের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একফ্রেমেও বন্দি হতে দেখা গেছে মালাইকাকে। কিন্তু এতোকিছুর পরও কখনও প্রেমের বিষয়টি স্বীকার করেননি বলিউডের এই অভিনেত্রী।অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকের জন্মদিনে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন মালাইকা আরোরা।
২৬ জুন বুধবার তার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা আরোরা। যেখানে দেখা যাচ্ছে- প্রেমিক অর্জুনের হাত ধরে তার কাঁধে মাথা দিয়ে হাঁটছেন মালাইকা।ছবিটির ক্যাপশনে মালাইকা আরোরা লিখেছেন- ‘শুভ জন্মদিন আমার পাগল। সবসবময় ভালোবাসো এবং সুখে থাকো ’।