ইমাম হোসেন মাসুদ : আজ বুধবার থেকে নদী ও সাগরে মাছ ধরার উপর ২২ দিনের অবরোধ। আর এ সময় বাজারে মিলবে না নদী কিংবা সাগরের মাছ। আর এ আশংকায় গত দুই দিন ধরে পিরোজপুরের বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে পাইকারী ক্রেতা এবং সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। আর এতে করে মাছের দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুনেরও বেশি।
পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে সারা বছরই চলে সাগরের মাছ বিক্রি। তবে এখান থেকে শুধুমাত্র পাইকারী ক্রেতারাই মাছ কিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করেন। কিন্তু বিগত দুই দিন ধরে পাইকারী এই মাছের বাজারে ছিল সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ থেকে বাদ যায়নি নারীরাও। আগামীকাল বুধবার থেকে মা ইলিশ সংরক্ষণের লক্ষে সরকারের দেওয়া ২২ দিনের অবরোধ শুরু হওয়ায় আগামী প্রায় এক মাস বাজারে নদী কিংবা সাগরের মাছ পাওয়া যাবে না।
গত দুই দিন ধরে গভীর রাত পর্যন্ত পাইকারী এই মাছের বাজারে চলছে সাগরের ইলিশ ও অন্যান্য মাছ বিক্রি। আজ সারাদিনও একইভাবে চলবে মাছের বিক্রি। বাজারে মাছের আকাল হওয়ার আশংকায় সাধারণ ক্রেতারা আগামী এক মাসের চাহিদামত মাছ কিনে সংরক্ষণ করছেন। মাছের ভালো দাম পেয়ে খুশি মাছের আড়তদার ও ট্রলার মালিকরা।
মাছের আড়তদার ও ট্রলার মালিক সভাপতি কমল দাস বলেন, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেওয়া এ অবরোধে সন্তুষ্ট মৎসা ব্যবসার সাথে জড়িতরা। তবে অকারণে যাতে ভবিষ্যতে মাছ ধরার উপর কোন ধরণের অবরোধ দেওয়া না হয়, সেই দাবি এই নেতার। সাগরে আহরিত মাছের একটি বড় অংশ পিরোজপুরের বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে বিক্রি হয়। আর সাগর থেকে ইতঃমধ্যে ফিরে এসেছে মাছ ধরার সকল ট্রলার।