কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবাকে জরিমানা ও বরকে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত । বুধবার সন্ধ্যায় উপজেলার দাশেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে । গাছের চারা ব্যবসায়ী মোঃ হানিফ এর ১৩ বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে আঃ হালিম (২২) এর সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এ ঘটনা ঘটে । এসময় ভ্রাম্যমান আদালত কনের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা ও বরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক।