1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
অপহৃত ব্যবসায়ী নিখোঁজের ১দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

অপহৃত ব্যবসায়ী নিখোঁজের ১দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৫৩৮ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে হারুন গাজী (৫৫) নামের ব্যবসায়ী অপহরনের ১দিন পর শুক্রবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ । ইন্দুরকানী থানা কর্তৃপক্ষ ব্যবসায়ীর উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় জ্বালানী তেল ব্যবসায়ী মো. হারুন গাজী। এ বিষয়ে স্থানীয় ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন তার (অপহৃত ব্যবসায়ী) পুত্র কুদ্দুস গাজী।

ঘটনার পর থানা পুলিশ ব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান চট্টগ্রামের পাহাড়তলীতে জানতে পারেন। অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পাহাড়তলী পুলিশকে বিষয়টি অবহিত করলে শুক্রবার পাহাড়তলী থানা পুলিশের একটি দল অলঙ্কার নামক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে। তবে, অপহৃতের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অপহরণ হওয়ার পর তার পুত্র কুদ্দুস গাজী সাংবাদিকদের জানিয়েছেন, আমার পিতা হারুন গাজী ১৭ অক্টোরব বৃহস্পতিবার সকালে বাসা থেকে হাটতে বের হয়ে আর বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে বিকালে ইন্দুকানী থানায় সাধারণ ডায়েরী করি। পরে ওই দিন দুপুরে বাবার ব্যবহৃত মুঠো ফোন থেকে আমার মায়ের নম্বরে ফোন করে মুক্তিপন দাবি করা হয়। আমাদের ধারনা আমার বাবাকে কোন দু:স্কৃতিকারীরা মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করেছিলো । তবে কে বা কারা এ কাজ করেছে, এর সাথে কারা জড়িত বলতে পারছিনা। বাবা এলে হয়তো বিষয়টি বলা যাবে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ব্যবসায়ীকে উদ্ধারের খবর নিশ্চিত করে আরো জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পাহাড়তলীর একটি বাসষ্ট্যান্ড থেকে ব্যবসায়ীকে উদ্ধার সম্ভব হয়েছে। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে এখানে (ইন্দুরকানী) ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে ।আনার পর তার অপহরণের বিষয় বিস্তারিত জানাযাবে । উল্লেখ্য, অপহৃত ব্যবসায়ী ইন্দুরকানী উপজেলার পত্তাশি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মৃত মুজিবর রহমান গাজীর পুত্র ও ইন্দুরকানী বাজারের জ্বালানী তেল ব্যবসায়ী ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x