পিরোজপুর পোষ্ট ডেস্ক : সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন । আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন ।এ সময় তিনি আরো জানান , ওয়ারেন্ট ছাড়া সরকারি পদস্থ কোন কর্মকর্তাকে গ্রেফতারের সুযোগ নেই। যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের ঘুষ কেলেঙ্কারির ঘটনা তদন্তে সাংবাদিকদের সাক্ষ্য নিতে পারে দুর্নীতি দমন কমিশন । এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত পুলিশ সুপারদের ওসি করার কোন পরিকল্পনা সরকারের নেই । এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি ।